Subscribe our WhatsApp Channel Vision Institute Visit!

Search Suggest

যতিচিহ্ন ব্যবহারের নিয়ম (অংশ-১)

মুখের ভাষায় শব্দের উচ্চারণে তীক্ষ্ণতা বা মৃদুতা, দৃঢ়তা বা কোমলতা প্রভৃতি থেকেই বক্তার মনোভাব বা উদ্দেশ্য বোঝা যায় । বক্তার সুর ও স্বরক্ষেপণের..
Rules of Punctuation (part-1)

 Rules of Punctuation - যতিচিহ্ন ব্যবহারের নিয়ম

মুখের ভাষায় শব্দের উচ্চারণে তীক্ষ্ণতা বা মৃদুতা, দৃঢ়তা বা কোমলতা প্রভৃতি থেকেই বক্তার মনোভাব বা উদ্দেশ্য বোঝা যায় । বক্তার সুর ও স্বরক্ষেপণের রীতি বা কৌশল থেকেই তার মনের ভাব বোঝা যায় । কিন্তু লিখিত ভাষায় সেই সুর ধরা পড়ে না । তাই লিখিত ভাষায় লেখকের বক্তব্য নির্দিষ্টভাবে বা যথাযথভাবে উপস্থিত করার জন্য সাংকেতিক বিরাম চিহ্নের প্রয়োগ হয় । ইংরেজীতে নানান ধরনের বিরামচিহ্ন বা Punctuation Mark ব্যবহারের রীতি আছে । সবগুলিকে যথার্থ বিরামচিহ্ন বলা যায় না । কোনও কোনও ক্ষেত্রে শুধু বিরামের জন্য বা যতির জন্য নয়, শব্দ বা বাক্যপ্রয়োগের সুবিধার জন্যও কিছু লিখনরীতি উদ্ভাবিত হয়েছে । পৃথিবীর যে কোনও ভাষার লিখিত রূপে Punctuation Mark- এর আবশ্যকতা আছে । ইংরেজী ভাষাও তার বাইরে নয় । কোনও Sentence পড়তে গেলে এইসব Punctuation Mark অনুযায়ী বিরাম দিয়ে না পড়লে সেই sentence- এর অর্থ পরিষ্কারভাবে বোঝা যায় না।

🔳 ইংরেজীতে নীচের Punctuation Mark গুলি ব্যবহৃত হয় : 

  1. The Full Stop ( . ) 
  2. The Comma ( , ) 
  3. The Colon ( : ) 
  4. The Semicolon ( ; ) The Question Mark Or , the Note of Interrogation ( ? ) 
  5. The Apostrophe ( ' ) 
  6. The Quotation Mark Or , the Inverted Commas ( "..... " বা '.....' ) 
  7. The Note of Exclamation ( ! ) 
  8. The Dash ( — ) 
  9. The Hyphen ( - ) 
  10. Brackets [ ( ) ] 

1. THE FULL STOP ( . )

🔶 গঠনগতভাবে Full Stop একটি Sentence- এর সমাপ্তি নির্দেশ করে । যে Sentence প্রশ্নসূচক (Interrogative) নয়, যে Sentence বিস্ময়বোধক (Exclamatory) নয় —তার সমাপ্তি হবে Full Stop দিয়ে । সাধারণভাবে বলা যায়, Assertive Sentence বা Statement (বিবৃতিমূলক বাক্য), Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য) Full Stop দিয়ে শেষ করতে হয় । যেমন : 

The queen bee lives in the hive.

Don't come here again. 

Manas goes to school regularly.

🔶 উপাধি , নাম প্রভৃতি সংক্ষেপে লিখলে আদ্যক্ষরের পরে পরে Full Stop বসে : B.A. , U.S.A. , M.B.B.S. , Mr. S. K. Sinha , Ph.D. , M.Sc. ইত্যাদি ।

2. THE COMMA ( , )

🔶 সামান্য বিরাম বোঝাতে অর্থাৎ সবচেয়ে কম সময় থামার জন্য Comma ব্যবহৃত হয় । Comma ব্যবহারের ক্ষেত্রে নীচের নিয়মগুলি অনুসরণ কর : 

🔶 একই জাতীয় দুই বা ততোধিক শব্দের মধ্যে Comma ব্যবহৃত হয় । কিন্তু শেষের দুটি শব্দের মধ্যে Comma না বসিয়ে তাদের মাঝে and বসে :

Suman , Lalit , Ansar and Rajkamal are going to school.

We had cakes , biscuits and tea at the party.

🔶 Noun in Apposition- এর দু ' পাশেই Comma ব্যবহৃত হয় : 

Mr. Sen, Headmaster of the school, is a good man . Nazrul, the great poet of Bengal, died in Dhaka. 

🔶 Vocative Case বা সম্বোধন পদটি পৃথক করবার জন্য Comma ব্যবহৃত হয় । কিন্তু সম্বোধন পদটি sentence- এর মাঝে থাকলে তার আগে ও পরে Comma বসে : 

Kanchan, you should do it.

You are a mere boy, Sukumar.

I have not seen you, Renu, for three weeks.

🔶 Absolute Phrase বা Clause-কে পৃথক করার জন্য Comma ব্যবহৃত হয় :

The sun having set, we went home, 

He is, I think, the best boy in the class.

🔶 Adverbial Clause বা Phrase বাক্যের প্রথমে থাকলে তারপরে Comma বসে : 

If he comes, I shall go.

As soon as I arrived, they welcomed me.

🔶 কোনও বাক্যের ভেতর যদি Phrase ব্যবহৃত হয় তাহলে তাকে আলাদা করার জন্য Comma 

ব্যবহৃত হয় : 

To speak the truth, he is a good man.

The boy is, to be sure, a fool.

🔶 Sentence-এর মধ্যে কতকগুলি Adverb-এর আগে ও পরে Comma বসে :

You need not, therefore, send the book.

He is, however, a lazy fellow.

🔶 Parenthetical Phrase অথবা Clause-এর পর Comma বসে : 

Sentence-এর সঙ্গে grammatical সম্বন্ধহীন অন্তর্ভুক্ত অংশকে Parenthesis বলে । 

The sun is, as it were, the lamp of the universe.

🔶 পূর্ববর্তী Clause কে ব্যাখ্যা করার জন্য পরে আরও একটি Clause ব্যবহার করলে তা and দ্বারা যুক্ত হলেও Comma ব্যবহৃত হয় : 

Take care of the pence, and the pounds will take care of themselves.

🔶 উদ্ধৃতি চিহ্নের আগে,  অর্থাৎ Reporting Verb-এর পরে Comma বসে । কিন্তু উদ্ধৃতি অংশটি প্রথমে থাকলে তারপর Comma বসে :

Galileo said, “The earth moves round the sun."

“This book is mine", said Kamala.

"Tell me, "said he, "Why did you go there?"

🔶 চিঠি লেখার সময় Salutation ও Subscription এর পরে Comma বসে : 

My dear father, 

Yours faithfully, 

🔶 Yes ও No-এর পর Comma বসে :

Yes, I can do it.

No, I shall not go.

🔶 Co-ordinate Clause গুলিকে Comma দ্বারা পৃথক করা হয় :

I dance, I jump, I laugh, I sing for joy .

🔶 বড় সংখ্যা লেখার ক্ষেত্রে Comma ব্যবহৃত হয় :

1, 40, 895

3.THE SEMICOLON ( ; )

Full stop যেমন সমাপ্তির জন্য, Comma যেমন স্বল্প বিরতির জন্য, Semicolon-ও তেমনি এক বিরতিচিহ্ন, ওই দুইয়ের মাঝামাঝি । Comma-র থেকে বেশি এবং Full Stop-এর চেয়ে কম বিরাম বোঝালে Semicolon-এর ব্যবহার করা হয় । 

🔶 Compound Sentence বড় হলে সেখানে শুধু Comma-র ওপর নির্ভর করা যায় না, সেখানে 

Semicolon ব্যবহার করতে হয় :

England is not a good land for vines ; but the vines of all the countries find their way to her shores. 

🔶 And বা but দ্বারা যুক্ত না হলে Co -ordinate Clause-এর আগে Semicolon ব্যবহৃত হয় :

Reading makes a full man ; writing, an exact man ; speaking, a ready man.

⬛ Note : ক্রিয়াপদ উহ্য থাকলে তার জায়গায় Comma ব্যবহৃত হয় । ওপরের উদাহরণটিতে makes বার বার ব্যবহার না করে তার জায়গার Comma ব্যবহার করা হয়েছে । 

🔶 Therefore, however, nevertheless besides, also otherwise এবং সময় সময় so দ্বারা কোনও Clause যুক্ত হলে Semicolon ব্যবহৃত হয় :

He has done the work well ; therefore, I shall give him a reward.

You must try your best ; otherwise, you will fail in your mission.

The boy did not prepare his lessons regularly ; so he could not come out successful in the examination. 

4. THE COLON ( : )

🔶 Colon- এর বিরাম সময় Full Stop- এর চেয়ে একটু কম আবার Semicolon- এর চেয়ে বেশি । স্বয়ং সম্পূর্ণ বাক্যের পরে Description- রূপে অন্য বাক্য বসলে তার আগে Colon বসে :

There runs the proverb : Honesty is the best policy.

Send me the following goods : An exercise book, an instrument box, a pen and a pencil.

There runs the proverb : Honesty is the best policy.

Send me the following goods : An exercise book, an instrument box, a pen and a pencil.[ এখানে : চিহ্নের পরে উল্লিখিত জিনিসগুলি আগের goods শব্দটিকে বিশদ করেছে, তাই goods- এর পরে Colon বসেছে । ]

🔶 Sentence- গুলি পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত না হলে তাদের Colon দিয়ে পৃথক করা হয় : 

Good-bye, my friends : Forget me not.

Man proposes : God disposes.

🔶 উদ্ধৃতির আগে অনেক সময় colon ব্যবহার করা হয় : 

Keats says : " A thing of beauty is a joy for ever. " 

🔶 উদাহরণ দেওয়ার সময় : 

Examples of Transitive Verbs are : give, take, tell etc.

🔶 একাধারে কয়েকটি item যা comma দ্বারা পৃথক করা হয়, তার আগে colon বসে : 

The countries he will travel are these : India, Bhutan, Nepal and Bangladesh.

5. THE QUESTION MARK OR THE NOTE OF
INTERROGATION ( ? )

🔶 যে Sentence- এ প্রশ্ন জিজ্ঞাসা বোঝায় তার শেষে Question Mark(?) বসে : 

Where are you going ? Will you go home ? What class do you read in ?

🔶 কোনও বক্তব্য বা বক্তব্যের অংশ সম্পর্কে বক্তার সন্দেহ থাকলে, সেই অংশের পর Question Mark বসে : 

They say, Imran Khan is the best(?) all-rounder in the Indian sub-continent.

Post a Comment