Subscribe our WhatsApp Channel Vision Institute Visit!

Search Suggest

যতিচিহ্ন ব্যবহারের নিয়ম (অংশ-২)

আবেগ, ভয়, বিস্ময়, উল্লাস প্রভৃতি মনের আকস্মিক ভাবপ্রকাশক Word বা Sentence- এর পরে Note of Exclamation ব্যবহৃত হয় : Alas ! I am undone..
Rules of Punctuation (Part-2)

6. THE NOTE OF EXCLAMATION ( ! )

🔶 আবেগ, ভয়, বিস্ময়, উল্লাস প্রভৃতি মনের আকস্মিক ভাবপ্রকাশক Word বা Sentence- এর পরে Note of Exclamation ব্যবহৃত হয় : 
Alas ! I am undone.
Bravo ! What nonsense ! How strange ! 
How beautiful the girl is ! 
Thank God ! We are saved.

7.THE QUOTATION MARKS OR INVERTED COMMAS [ “....” Or ☺ ‘...’ ]

🔶 কোনও উদ্ধৃত অংশ বা কারও উক্তি বোঝাতে হলে Double Inverted Commas বা এক জোড়া Quotation Mark ব্যবহার করতে হয় : 
The king said, “ Tell me a long story.”
He said, “ I am unwell today.”
🔶 আবার, বাক্যের মধ্যে কোনও শব্দকে বা শব্দগুচ্ছকে আলাদা করে ব্যাখ্যা করার জন্য আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য বা বোঝানোর জন্য Single Inverted Comma ব্যবহার করা হয় । যেমনঃ 
I adore the ‘Bard of Avon’ — এখানে ‘Bard of Avon’ বলতে Shakespeare কে বোঝানো হয়েছে ।

8. THE APOSTROPHE ( ’ )

🔶 Possessive Case গঠন করতে হলে Apostrophe ব্যবহার করতে হয় :
Soma’s pen, Ananya’s saree, A boys’ school, Ladies’ dress, This is a girls’ college ইত্যাদি ।
🔶 Word- এর প্রথমে কিংবা মধ্যে এক বা একাধিক letter উহ্য থাকলে সে জায়গায় Apostrophe চিহ্ন বসে : 
’t is বা it’s = it is 
He’s = He is 
needn’t = need not 
I’ve = I have 
o’er = over 
can’t = cannot. 
won’t = will not. 
I’ll = I shall / I will. 
hon’ble = honorable 
O’clock = of the clock.
🔶 Letter, Figure এবং Abbreviation এর Plural করতে হলে :
Four M.A.’s 
Dot the i’s and cross the t's.
There are three ‘i’s’ in the first line.
🔶 ইংরেজী বছর উল্লেখ করার সময় apostrophe- র প্রচলন আছে :
Aug 15, ’97, Oct 18’ 72

9. THE DASH ( — )

🔶 Sentence- এ এক প্রসঙ্গের মধ্যে হঠাৎ অন্য প্রসঙ্গের অবতারণা করলে Dash ব্যবহৃত হয় :
In the face of danger—such was his strength of character—he stood calm and smiled.
Nabin says—and he is a competent judge that—my pronunciation is quite correct.
Words in Apposition বা Explanation বোঝাতে Dash ব্যবহার করা হয় :
The poor man had to sell everything he had a mirror, an almirah, a clock and a table.
Two girls—Swapna and Ratna—shared the first prize.
All—teachers, students, clerks—were present there when that resolution was passed.
🔶 কোনও Sentence অসম্পূর্ণ থাকলেও Dash- এর ব্যবহার করা যেতে পারে: 
I said so because —

10. THE HYPHEN ( - )

🔶 Hyphen হল Dash- এর থেকে ছোট লাইন ।
🔶 দুই বা ততোধিক শব্দকে যোগ করে একটি শব্দ গঠন করতে Hyphen ব্যবহার করা হয় : 
Brother - in - law, Commander - in - chief, Wrist - watch, Tooth brush, Father - in - law ইত্যাদি ।
🔶 আবার, যদি কোনও line- এর শেষ word টি সেই লাইনে লেখা সম্পূর্ণ না হয়, তাহলে সেই word- এর কোনও Syllable- এর পর hyphen চিহ্ন বসিয়ে পরের line- এর প্রথমে বাকি Syllable টি বা Syllable- গুলি বসানো হয় । কিন্তু Word টি যদি এক Syllable বিশিষ্ট হয় তবে Word টিকে Hyphen চিহ্ন দিয়ে ভাঙ্গা যাবে না, সম্পূর্ণ Word টিকেই পরের Line- এ বসাতে হবে । 
SWEET - 
NESS 

11. BRACKETS [ ( ) ]

🔶 Bracket কথার অর্থ হল বন্ধনী বা বেড়া ( fence ) । একটি ( [ ] ) বাক্যে bracket তখনই ব্যবহার করা হয় । যখন বক্তা এক বা একাধিক শব্দ কিংবা একটি বাক্যকে মূল বাক্য থেকে সরিয়ে বন্ধনী বা বেড়া দিয়ে আলাদা রাখতে চান । যেমনঃ 
“ আমার পরম সৌভাগ্য ( দুর্ভাগ্য বলাই ভালো ) যে প্রলয় আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছে ইংরেজীতেও এই নিয়ম অনুসরণ করা হয় :
I said ( and meant it ) that I hated him from the core of my heart.
এক্ষেত্রে মনে রাখতে হবে ইংরেজী ভাষায় সাধারণতঃ First bracket ( ) ও Third bracket [ ] ব্যবহার করা হয় । অঙ্কশাস্ত্রের ক্ষেত্রে যদি Bracket- এর মধ্যে কোনও আলাদা bracket- এর প্রয়োজন হয়, তাহলে প্রথমে Third এর পর, Second ও তারপর First bracket ব্যবহার করতে হয় । 
USE OF CAPITAL LETTERS
🔶 প্রত্যেক sentence- এর প্রথম অক্ষরটি Capital letter হবে : 
Anirban is a good boy. He goes to school everyday.
🔶 ইংরেজী কবিতার প্রত্যেক লাইন - এর প্রথম অক্ষর Capital হয় : 
Twinkle twinkle little star,
How I wonder what you are !
🔶 Quotation marks- এর মধ্যে ব্যবহৃত প্রথম অক্ষর Capital হবে : 
He said, “My father is ill.”
Keats says, “A thing of beauty is a joy for ever.”
🔶 Proper Noun ও Proper Noun থেকে তৈরি Adjective- এর প্রথম অক্ষর Capital হবে : 
Narayan, Sadhana, Tom, Jim, Calcutta, Delhi, Chennai, Indian, English, French ইত্যাদি ।
🔶 দিন, মাস, উৎসবাদি, উপাধি, প্রথাদির নাম ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর Capital হয়:
Sunday, February, Id-Ul-Fitr, Durga Puja, The Geeta, The Sepoy Mutiny, The Second World War, Vidyasagar, Roy Bahadur, Alexander the Great, Grand Master ইত্যাদি ।
🔶 সংক্ষিপ্ত আকারে প্রকাশিত যে কোনও Title, Degree ইত্যাদির Capital Letter হয় : 
M.A., M.Sc., M.P., Mr. ইত্যাদি
🔶 পত্রের অভিবাদনের প্রথম অক্ষর Capital হয় : 
My dear Sir, My dear father, Dear Sir ইত্যাদি ।
🔶 Personified Object অর্থাৎ কোনও অপ্রাণীবাচক জিনিসকে Person বা মানুষ রূপে কল্পনা করা হলে তার প্রথম অক্ষর capital হবে : 
O Death ! Where is thy sting ? 
O Solitude ! Where is thy charm ? 
O wheel of Fortune ! 
🔶 Pronoun ‘ T ’ এবং Interjection ' O ' সব সময় Capital হয় : 
He and I are friends. Thou art, O God, life and light of the earth.
🔶 যখন পরমেশ্বর বা একেশ্বরকে বোঝায় তখন God এবং তার পরিবর্তে ব্যবহৃত অন্য কোনও Noun ও Pronoun- এর প্রথম অক্ষর Capital হবে : 
God is good. It is He who made us all.
Let us pray to Almighty God.
🔶 কোনও প্রবন্ধ, রচনা, কবিতা, উপন্যাস ইত্যাদির Title- এর প্রধান প্রধান শব্দের প্রথম অক্ষরগুলি Capital হয় :
My Hobby, The Old Man and the Sea, A Tale of Two Cities.
এক্ষেত্রে Preposition, Conjunction ও Article- গুলিকে Small letter- এ রাখা হয় । 
🔶 কোনও চিঠির শেষ অংশ অর্থাৎ Subscription- এর প্রথম অক্ষর Capital হয় :
Sincerely yours, Yours truly, Your loving friend ইত্যাদি ।
🔶 অনেক ক্ষেত্রে কোনও paragraph বা essay লিখতে গিয়ে তোমরা দেখবে যে government, chief minister, state, minister প্রভৃতি শব্দ ব্যবহার করতে হচ্ছে । এই সমস্ত ক্ষেত্রে দেখতে হবে নির্দিষ্ট কোনও government, state বা তার chief minister- এর ( যেমন : পশ্চিমবঙ্গ সরকার, অসমের মুখ্যমন্ত্রী, কেরালা রাজ্য ) প্রসঙ্গ উল্লেখ করতে হচ্ছে কিনা । যদি তা হয়, তাহলে Government, Chief Minister, State প্রভৃতির প্রথম অক্ষর Capital হওয়া উচিত । যদি নির্দিষ্ট না হয় ( যেমন মুখ্যমন্ত্রীরা মিটিং - এ বসবেন, কেন্দ্র রাজ্যগুলিকে বেকার সমস্যা সমাধানের জন্য একগুচ্ছ প্রস্তাব দেবে ইত্যাদি ) তাহলে capital করার দরকার নেই । 
🔶 দেশের President, Prime Minister, Parliament, Lok Sabha, Rajya Sabha, Independence Day, Supreme Court প্রভৃতির প্রথম অক্ষরগুলি Capital হবে ।
🔶 Headmaster- এর প্রথম অক্ষর capital হওয়া উচিত ।

1 comment

  1. You must read this.