Subscribe our WhatsApp Channel Vision Institute Visit!

Search Suggest

এককথায় প্রকাশ, একপদীকরণ, বাক্যসংকোচন বা বাকসংহতি

একাধিক কথায় প্রকাশিত কোনো ভাবকে প্রয়োজন মতো একটি শব্দে প্রকাশ করাকে এককথায় প্রকাশ , একপদীকরণ , বাক্যসংকোচন বা বাকসংহতি বলা হয় ।
এককথায় প্রকাশ, একপদীকরণ, বাক্যসংকোচন বা বাকসংহত

এককথায় প্রকাশ, একপদীকরণ, বাক্যসংকোচন বা বাকসংহতি

কাকে বলে?

একাধিক কথায় প্রকাশিত কোনো ভাবকে প্রয়োজন মতো একটি শব্দে প্রকাশ করাকে এককথায় প্রকাশ, একপদীকরণ, বাক্যসংকোচন বা বাকসংহতি বলা হয় ।

উদাহরণ:

  • অণুকে যার দ্বারা দেখা যায় – অণুবীক্ষণ 
  • অতিথির আপ্যায়ন - আতিথ্য / আতিথেয়তা
  • অর্থহীন উক্তি - প্রলাপ
  • অতি দুর্গম স্থান - গহন 
  • আয়ুর পক্ষে হিতকর - আয়ুষ্য 
  • আসল কথা বলার আগে মুখবন্ধ - ভণিতা 
  •  আয় বুঝে ব্যয় করে যে - মিতব্যয়ী
  • আগমনে যার কোনো তিথি নেই - অতিথি 
  • ইন্দ্রের হস্তী - ঐরাবত 
  • ইতিহাস জানেন যিনি - ঐতিহাসিক 
  • ঈশানকোণের অধিপতি - শিব 
  • উপযুক্ত বয়স হয়েছে যার - সাবালক 
  • উভয় পাশে বৃক্ষশ্রেণিযুক্ত পথ - বীথি 
  • উৎকৃষ্ট কাজ - সুকৃতি 
  • উপন্যাস রচনা করেন যিনি - ঔপন্যাসিক 
  • উল্লেখ করা হয় না যা - উহ্য 
  • ঊর্ধ্ব ও বক্রভাবে যা গমন করে - তরঙ্গ
  • ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি - ঋত্বিক 
  • একই সময়ে বর্তমান - সমসাময়িক 
  • এক পাড়ার লোক -পড়শি 
  • ঐক্যের অভাব -অনৈক্য 
  • ওজন করে যে ব্যক্তি - তৌলিক 
  • ঔষধের জন্য ব্যবহৃত গাছ - গাছড়া --বক্কাল 
  • এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যে - যাযাবর 
  • কোথাও উঁচু কোথাও নীচু -বন্ধুর / উচ্চাবচ 
  • কোনো কিছুর চারদিকে আবর্তন -পরিক্রমা 
  • শ্বেতবর্ণের পদ্ম -পুণ্ডরীক 
  • পরিব্রাজকের জীবন বা বৃত্তি - প্রব্রজ্যা / পরিব্রজ্যা 
  • বৎসের প্রতি গভীর স্নেহ -বাৎসল্য 
  • ব্যাকরণ জানেন যিনি -বৈয়াকরণ 
  • যৌগিক অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ শব্দ -যোগরূঢ় 
  • কুকুরের ডাক -বুঝন 
  • একবার শুনলেই যার মনে থাকে - শ্রুতিধর 
  • রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক 
  • সর্বজনের কল্যাণে - সর্বজনীন 
  • স্থপতির কাজ - স্থাপত্য 
  • হৃদয়ের প্রীতিকর - হৃদ্য 
  • শিক্ষালাভই যার উদ্দেশ্য – শিক্ষার্থী 
  • যার দুটি হাতই সমান দক্ষতায় চলে - সব্যসাচী 
  • সুধাধবলিত গৃহ - সৌধ 
  • পুণ্যকর্মের ফলশ্রবণ - ফলশ্রুতি 
  • পৃষ্ঠ ( পশ্চাৎ ) থেকে যিনি পোষকতা করেন -পৃষ্ঠপোষক 
  • বয়সের তুল্য সখা -বয়স্য 
  • নৌ চলাচলের যোগ্য -নাব্য 
  • কাজ করতে দেরি করে যে -দীর্ঘসূত্রী 
  • স্বপ্নে শিশুর হাসিকান্না - দেয়ালা 
  • চৈত্র মাসের ফসল - চৈতালি 
  • খে ( আকাশে ) চরে যে - খেচর 
  • ইন্দ্রজালে পারদর্শী - ঐন্দ্রজালিক 
  • যা উদিত হচ্ছে - উদীয়মান 

Post a Comment