Subscribe our WhatsApp Channel Vision Institute Visit!

Search Suggest

ক্লাস ৭ | পরিবেশ ও বিজ্ঞান সাধারণ প্রশ্ন

মাছি কিভাবে রোগ ছড়ায় ? মাছি যখন কোন জীবাণুর উপর বসে তখন তার পা , ডানা এবং পায়ের পাতায় জীবাণু লেগে যায় এবং সেই মাছি যখন আবার কোন খাবারের উপর বসে তখন
ক্লাস ৭ | পরিবেশ ও বিজ্ঞান সাধারণ প্রশ্ন

Q.1 একটি অন্তঃপরজীবী প্রাণীর নাম লেখো।
একটি অন্তঃপরজীবী প্রাণীর নাম ফিতাকৃমি।

Q.2 রক্তকে জমাট বাধে কোন ভিটামিন ?
ভিটামিন K

Q.3 মাছি কিভাবে রোগ ছড়ায় ?
মাছি যখন কোন জীবাণুর উপর বসে তখন তার পা , ডানা এবং পায়ের পাতায় জীবাণু লেগে যায় এবং সেই মাছি যখন আবার কোন খাবারের উপর বসে তখন সেই ব্যাকটেরিয়া গুলি খাবারের সঙ্গে মিশে রোগ সংক্রমণ ঘটায় ।

Q.4 অ্যাসিড কাকে বলে? অ্যাসিড শব্দের অর্থ কি? অ্যাসিড শব্দটি কোথা থেকে এসেছে?
যেসব যৌগের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে, ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে সেই যৌগকে অ্যাসিড বলে।  
◼অ্যাসিড শব্দের অর্থ অম্ল বা টক। 
◼অ্যাসিড শব্দটি ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে এসেছে।

Q.4 ছোট লাল পিঁপড়া কামড়ালে জ্বালা করে কেন?
লাল পিঁপড়ায় ফরমিক নামক এসিড থাকে যার কারনে লাল পিঁপড়া কামড় দিলে জ্বালা করে।

Q.5 পুকুরের জলে মাছ চাষ করার জন্য চুন মেশানো হয় কেন?
১) ক্ষতিকারক পোকামাকড় ও জলজ কিছু ক্ষতিকর জীব এবং উদ্ভিদ নষ্ট করা ।
২) জলের PH মাত্রা বজায় রাখা, যা জলের অক্সিজেনের পরিমাণ বাড়াতে এবং জলের পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে।

Q.6 অনু পরমাণু কাকে বলে?
১) অনু: দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে।
২) পরমাণু: মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহন করে তাকে পরমাণু বলে।

Post a Comment