দেশ ভ্রমণ | অনুচ্ছেদ রচনা

পৃথিবীতে প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার, নদ-নদী, পাহাড়-পর্বত, সাগর-মহাসাগর, বন-বনানী সৌন্দর্য আছে এবং এই সৌন্দর্য আমাদের জীবনে অমুল্য। সবুজ অরণ্য..

দেশভ্রমন

পৃথিবীতে প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার, নদ-নদী, পাহাড়-পর্বত, সাগর-মহাসাগর, বন-বনানী সৌন্দর্য আছে এবং এই সৌন্দর্য আমাদের জীবনে অমুল্য। সবুজ অরণ্য, মরুভূমির বালি, বরফে ঢাকা পর্বত মানুষের জন্য এক অদৃশ্য আকর্ষণ হিসেবে রয়েছে। প্রাচীনকাল থেকেই দেশভ্রমণের ঐতিহাসিক অস্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন পরিবহন ও যোগাযোগের ব্যবস্থা সুষ্ঠুভাবে উন্নত হতো না। সমুদ্রপথে পালতোলা জাহাজ এবং স্থলপথে ঘোড়ায় চড়ে পাঁয়ে হেঁটে দেশ ভ্রমণ করা হতো। আধুনিক কালে যাতায়াতের উন্নতি হওয়ায় জল, স্থল, আকাশপথে সহজেই ভ্রমণ করা সম্ভব। মানুষ ব্যবসা-বাণিজ্য এবং জ্ঞানার্জনের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অন্যপ্রান্তে ভ্রমণ করছে, এবং সমুদ্রসৈকতে সৌন্দর্য দেখতে যাচ্ছে। অতীতের তুলনায় বর্তমানে দেশভ্রমণ সহজ হলেও তা ব্যয়সাপেক্ষ।আজকের বিশ্বে বেড়ানোর সুবিধা হয়তো আছে কিন্তু সেকালের মানুষের মতো জীবনের অবুঝ আবেগ আজ নেই।প্রযুক্তির উৎকর্ষতার জন্য আধুনিক কালে রেলগাড়ি, উড়োজাহাজ প্রভৃতি আবিষ্কৃত হয়েছে। আজকাল অনায়াসে পৃথিবীর যেকোনো অংশে ভ্রমণ করে প্রকৃতির অপরূপ রূপ দর্শন ও আনন্দ লাভ করতে পারি। আমাদের শিক্ষা ব্যবস্থায় দেশ ভ্রমণ কে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। এটা আমি বুঝি।

Post a Comment

Leave your thoughts in the comments, and we will reply to you very soon!