অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান - বল ও চাপ [পৃষ্ঠা ১-১৬]

প্রথম অধ্যায়: বল ও চাপ। ঘর্ষণ, ঘনত্ব, চাপ ও প্লবতা নিয়ে প্রশ্ন ও উত্তর। আর্কিমিডিসের নীতি এবং শিক্ষামূলক ধারণাসমূহও রয়েছে।
অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান - বল ও চাপ [পৃষ্ঠা ১-১৬]
পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় - বল ও চাপ বলের সংজ্ঞা: বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় কিংবা বস্তুর আকৃতি পরিবর্তন করতে যা প্রয়োগ করা হয়, তাকে বল বলে। বলের পরিমাপ ও একক প্রশ্ন: সিজিএস ও এস আই পদ্ধতিতে বলের একক কি? উত্তর: সিজিএস পদ্ধতিতে বলের একক হল ডাইন এবং এস আই পদ্ধতিতে বলের একক নিউটন। প্রশ্ন: বল পরিমাপক সমীকরণটি লেখ। উত্তর: F = ma অর্থাৎ, বল = বস্তুর ভর বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। [F = বল, m = বস্তুর ভর, a = বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ।] প্রশ্ন: এস আই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন কি? উত্তর: এস আই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন হলো N (নিউটন)। প্রশ্ন: এক নিউটন এর সংজ্ঞা দাও।/ এস আই পদ্ধতিতে বলের একক এর সংজ্ঞা দাও। উত্তর: 1 কেজি ভরের কোন বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে এক নিউটন বল বলা হয়। প্রশ্ন: 1 কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে ওই বাটখারাটি কত পরিমাণ বল প্রয়োগ করে? উত্তর: 9.4 নিউটন। প্রশ্ন: একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী কি পরিমাণ বলে নিজের দ…