বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৭ই মে ১৮৬১ সালে কলকাতার জোড়া সাঁকো ঠাকুর পরিবারে জন্ম গ্রহণ করেন । তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর মাতার নাম শারদা দেবী । তার বাল্য কালের নাম ছিল রবি । ছোট বেলা থেকেই তিনি কবিতা লেখার প্রতি আগ্রহী ছিলেন । ১৭ বছর বয়সে তার ইংল্যান্ডের স্কুলে পড়া শুরু হয় । বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সংগীত 'জন গন মণ' রচনা করেন । তিনি ছিলেন একজন চিত্রশিল্পী, দার্শনিক, মুক্তিযোদ্ধা এবং সংগীত শিল্পী । তিনি ১৯১৮ সালের ২৪ এ ডিসেম্বর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা করেন । ১৯১২ সালে লন্ডনে প্রকাশিত 'গীতাঞ্জলির' জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে 'নোবেল পুরস্কার' পান । ১৯৪১ সালের ৭ই আগস্ট ৮০ বছর বয়সে কলকাতায় মৃত্যু বরণ করেন ।