Subscribe our WhatsApp Channel Vision Institute Visit!

Search Suggest

GPS এর ৫টি কাজ লেখো

অবস্থান নির্ণয়: GPS এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়। দিক নির্ণয়: GPS এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার..

অবস্থান নির্ণয়: GPS এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান খুব নিখুঁতভাবে জানা যায়।

দিক নির্ণয়: GPS এর সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্নয় করতে পারেন।

মানচিত্র তৈরি: বিভিন্ন দেশের সীমানা চিহ্নিতকরণে ও বিভিন্ন প্রকার মানচিত্র তৈরিতে GPS ব্যবহার করা হয়।

পরিবহন ব্যবস্থা: পরিবহন ব্যবস্থাকে দুর্ঘটনা মুক্ত রাখতে এবং পর্যটকদের গাইড হিসাবে GPS ব্যবহৃত হয়।

আবহাওয়ার পূর্বাভাস: GPS ব্যবস্থার মাধ্যমে ঊর্ধ্ব বায়ুমন্ডলের আবহাওয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করে আবহাওয়ার সঠিক পূর্বাভাস দেওয়া যায়।

Post a Comment